এম এ হাসান, কুমিল্লা:
"কৃষক বাঁচলে বাঁচবে দেশ" শেখ হাসিনার বাংলাদেশ"এই স্লোগান কে সামনে রেখে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা ও কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী চলমান করোনা পরিস্থিতি ও লকডাউনে শ্রমিক সংকটে হতাশায় থাকা কৃষক এর পাশে এসে সহযোগিতা প্রদান করবে বাংলাদেশ কৃষক লীগ।
সারাদেশের ন্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণায় একমত পোষণ করে কুমিল্লা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্থানীয় সংসদ সদস্য সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব এমপির নির্দেশনা অনুযায়ী চৌদ্দগ্রাম উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সর্দার এর উদ্যােগে ৩০ এপ্রিল বৃহস্পতিবার সকাল ৯ টায় উপজেলার উজিরপুর ইউনিয়নের পূর্ব কাশিপুর গ্রামের অসহায় কৃষক আলকাছ মিয়ার ৪০ শতক জায়গায় করা পাকা ধান কেটে বাড়ীতে পৌছে দিয়েছেন কৃষক লীগ নেতারা।
এসময় উক্ত ধান কাটায় কৃষক এর ক্ষেতে উপস্থিত থেকে ধান কাটায় উপস্থিত ছিলেন,কুমিল্লা জেলা কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাবু নির্মল পাল,সিনিয়র সহ-সভাপতি মমিনুর রহমান ফটিক, সাধারণ সম্পাদক লুৎফুর বারী চৌধুরী হিরু, কেন্দ্রীয় কৃষক লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃমজিবুর রহমান, জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক গাজী মোস্তফা,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু তাহের, সদস্য নুর আলম স্বফন, উজিরপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন খোরশেদ,উপজেলা কৃষক লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মজুমদার, সফিকুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বাবু প্রমোদ রঞ্জন চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস,উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাজী করিম,পৌর যুবলীগ নেতা গাজী কাজল, উজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিঞা নাছির উদ্দীন, যুগ্ন সাধারণ সম্পাদক মাষ্টার শহিদুল ইসলাম, কৃষক লীগের সাধারণ সম্পাদক মীর নিজাম সহ জেলা ও উপজেলা কৃষক লীগের বিভিন্ন পর্যায়ের দায়িত্বে থাকা নেতৃবৃন্দ। উক্ত ধানকাটা শেষে সকলেই মাঠ থেকে কাটা ধান কৃষক এর বাড়ীতে নিয়ে পৌঁছে দেন।
শ্রমিক সংকটে হতাশায় থাকা কৃষক আলকাছ মিয়া তাৎক্ষণিক উপস্থিত নেতৃবৃন্দের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, কৃষক লীগের এই ধান কাটা ও বাড়ীতে নিয়ে ধান নিড়ানো সহ পুরো বিষয় টি তার সারাজীবন মনে রাখার মতো একটি ঘটনা বলে কৃষক লীগের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment