বাঁশখালীতে রাতের আধারে ঘর নির্মান করে জমি দখলের অভিযোগ! - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 1 April 2020

বাঁশখালীতে রাতের আধারে ঘর নির্মান করে জমি দখলের অভিযোগ!


একুশে মিডিয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
বাঁশখালীর পশ্চিম চাম্বল মুনসিখীল এলাকায় পৈত্রীক জমিতে  ঘর নির্মান করে জমিদখলের অভিযোগ পাওয়া৷ গেছে।
স্হানীয় সূত্রে জানাজায়, চাম্বল ৩ নং ওয়াড় মুনসীখিল এলাকায়  আহম্মদ কবিরের দীর্ঘদিনের দখলীয় জমির উপর গত ৩০ তারিখে স্হানী, নুরুল আজিম বাদশা,মোঃমিজান,মোঃ ইয়াছিন সহ ২০/৩০ জনের লাটিয়াল বাহিনি নিয়ে ঘর নির্মান করে।এতে আহমদ কবির বাদা দিলে তাকে,হত্যা, গুমকরার ও মিথ্যা মামলা দিয়ে জেলে পাটানোর হুমকি প্রদান করে।উপায় না পেয়ে দখলদার নুরুল আজিম বাদশা সহ তিন জনকে অভিযোক্ত করে বাঁশখালী থানায় একটি অভিযোগ দায়ের করে।
এব্যাপারে বাঁশখালীথানার এস আই আবদু জলিল বলেন অভিযোগ পাওয়ার পর আমি এলাকা পরিদর্শন করেছি আগামী ৫ তারিখে প্রয়োজনীয় কাগজপত্রে সহ উভয় পক্ষকে  ডেকেছি  । এপর্যন্ত স্হীতি অবস্তা বজায় রাখার নির্দেশ দিয়েছি।



একুশে মিডিয়া/এমএসএ

2 comments:

  1. থানা কোন কাজ না করতে বারণ করলোও, নুরুল আজিম বাদশার নেত্রীতে সন্ত্রাসী বাহিনী থানা কথা অমান্য করে পুনরায় কাজ করে।

    ReplyDelete
  2. থানায় না গিয়ে, জমিজমা সংক্রান্ত আদালতে গিয়ে আদালতি মামলা করে Stay করলে ভালো হবে।

    ReplyDelete

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages