করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চট্টগ্রামের সাতকানিয়া উপজেলাকে ‘লকডাউন’ ঘোষণা করেছেন স্থানীয় এম.পি প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।’
মঙ্গলবার মধ্যরাতে উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও থানা প্রশাসনের সাথে পরামর্শ করে তিনি এ ঘোষণা দেন।
সাতকানিয়া উপজেলা মাত্রচিত্র |
করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকি মোকাবেলা ও সুরক্ষার প্রয়োজনে লকডাউনের ঘোষণা দেওয়া হয়েছে বলে একুশে মিডিয়াকে জানিয়েছেন ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এম.পি।
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সাতকানিয়া উপজেলা’র সর্বসাধারণকে লকডাউনের নীতিমালা পুরোপুরি মেনে চলার অনুরোধ জানিয়েছেন তিনি।
এর আগে চট্টগ্রামে মঙ্গলবার নতুন করে ১২ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে পাঁচজনই সাতকানিয়ার আলীনগর ইছামতি এলাকার। একই এলাকার একজন বৃদ্ধ করোনায় আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার মারা যান।
এছাড়া সাতকানিয়া পৌরসভার দুই বাসিন্দার দেহেও গত সোমবার করোনা ধরা পড়ে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment