মোঃ জাকির হোসেন, জেলা প্রতিনিধি:
করোনা ভাইরাসের জন্য সারাদেশে লকডাউনের নির্দেশ দিয়েছেন সরকার। সে নিষেধাজ্ঞা অমান্য করে অকারণে বাইরে ঘুরাফেরা করায় ঢাকার দোহারে দুই মোটরবাইক চালক ও এক মোবাইল দোকানিকে অর্থদন্ড দিয়েছে উজেলা ভ্রাম্যমান আদালত।
শুক্রবার বিকেলে, উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফরোজা আক্তার রিবা ও সহকারী কমিশনার ভূমি, জ্যোতি বিকাশ চন্দ্র থানার পুলিশ সাথে নিয়ে জয়পাড়া বাজারে অভিযান পরিচালনা করেন, এবং জনতাকে ঘরে থাকার কথা মাইকে প্রচার করেন।
এসময় দুই ব্যক্তি মটরবাইক নিয়ে অকারণে বাইরে ঘুরাফেরা করার অপরাধে এবং নির্দেশনা অমান্য করে মোবাইলের দোকান খোলা রাখায় এক দোকানিকে অর্থদন্ড প্রদান করে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফরোজা আক্তার রিবা। তাদের থেকে মোট ৯০০ টাকা আদায় করা হয়।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment