আল আমিন মুন্সী:
বর্তমানে করোনাভাইরাস এর কারনে থমকে হয়েছে পুরো বিশ্ব, দেশের এই পরিস্থিতির সময় অসহায় গরীব মানুষের পাশে দাড়ানো, সাভার থানা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক, লিজা আক্তার এর নামে বর্তমানে ফেসবুকে ফেক আইডি খুলে অপপ্রচার চালানো হচ্ছে, বিভিন্ন সময় মানুষ কে হুমকি দেওয়া ও হচ্ছে ভূয়া ফেসবুক পেইজ থেকে ও খারাপ খারাপ ছবি ও আপলোড করা হচ্ছে।
এ বিষয় সাভার থানা যুব মহিলা লীগের সাধান সম্পাদক লিজা আক্তার, এর সাথে কথা বললে তিনি জানান, আমি সব সময় চাই অসহায় গরীব মানুষ গুলো একটু ভালো থাকুক তাই সব সময় এই অসহায় মানুষ গুলোর পাশে থাকার চেষ্টা করতেছি, কিছু কিছু লোকের আমার এই ভালো কাজ গুলো ভালো লাগছে না, আমার মনে তারা এই জন্য আমার নামে ফেক আইডি খুলে অপপ্রচার চালানো শুরু করেছে, আমি এই ফেক ফেসবুক আইডি দিয়ে থানায় মামলা করবো, আপনাদের কারও কাছে যদি আমার ছবি দিয়ে খোলা আইডি থেকে কিছু বলে তাহলে সরাসরি আমাকে ফোন দিবেন।
আমার নামে ফেক আইডি খুলে অপপ্রচার কারিরা অনেক কিছু করতে পারে তাই সকলে সাবধান হোন ধন্যবাদ সকল কে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment