মোঃ জাকির হোসেন, জেলা প্রতিনিধি:
প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসের আক্রমন থেকে দেশ ও জনতাকে রক্ষা করতে সারাদেশে লকডাউনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
দুপুর ১২ টার মধ্যে ফার্মেসী ও মুদী ছাড়া সকল ব্যবসা বন্ধ রাখার নির্দেশ থাকলেও, সে নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকার দোহার উপজেলার প্রতিটি বাজারের ব্যবসায়ীরা খোলা রাখে তাদের ব্যবসা প্রতিষ্ঠান।
শুক্রবার বেলা সোয়া ১২ টায় দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাজ্জাদ হোসেন গোপন সংবাদের ভিত্তিত্বে একযোগে উপজেলার প্রতিটি বাজারে অভিযান পরিচালনা করেন।
বাজার গুলোতে থানা পুলিশের উপস্থিতিতে ব্যবসায়ীরা তাদের ব্যবসা ফেলে উদাও।
এ ব্যপারে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন সরকার। তাই সারাদেশে লকডাউনের নির্দেশ। দুপুর ১২ টার মধ্যে মুদী ও ফার্মেসী ছাড়া কাঁচা বাজার বন্ধ থাকবে। লকডাউন পর্যন্ত আমাদের এ অভিযান চলবে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment