রেখা মনি, রংপুর:
প্রাণঘাতী করোনাভাইরাস পরিস্থিতিতে গাইবান্ধার সাদুল্লাপুরে কর্মহীন হয়ে পড়েছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষরা। এসবের মধ্যে দিনমজুর মানুষদের ঘরে দেখা দিয়েছে খাদ্যসংকট। এ সংকট মোকাবিলায় ২০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও গাইবান্ধা জেলা বিএনপি’র সদস্য
ড. মিজানুর রহমান মাসুম।
রোববার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার দামোদরপুর ইউনিয়ন বিএনপি’র সহযোগিতায় এ সহায়তা প্রদান করা হয়।
দামোদরপুর ইউনিয়নের দরিদ্র ২০০ পরিবারের মাঝে চাল, আলু ও লবন বিতরণ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও গাইবান্ধা জেলা বিএনপি’র সদস্য ড. মিজানুর রহমান মাসুমের অর্থায়নে এসব খাদ্য সামগ্রী দেওয়া হয়।
এসময় দামোদরপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি খয়বার হোসেন রাজা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খন্দকার, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, ওয়ার্ড সভাপতি নুরুজ্জামান, এন্তাজ আলী ও ইউনিয়ন ছাত্রদল সভাপতি মানিক খন্দাকারসহ অনেকে উপস্থিত ছিলেন।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment