মোঃ জাকির হোসেন, জেলা প্রতিনিধি:
করোনার ভয়াল থাবা থেকে, দেশ ও দেশের মানুষদের সুরক্ষিত রাখার জন্য, সারা দেশে লকডাউনের নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা। লকডাউনে কর্মহীন, দরিদ্র ও অসহয় পরিবার গুলো যাতে অনাহারে না থাকে সে জন্য সকল বৃত্তবানদের খেয়াল রাখার জন্য বলেন।
সে সুবাদে ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের রুইথা মইতপাড়া এলাকার বাসিন্দা মিজানুর রহমান মিলন খান তার নিজেস্ব অর্থায়নে ৬০ টি দরিদ্র ও অসহয় পরিবারদের প্রায় ছয়শত কেজি ত্রাণ সামগ্রী বিতরণ করেন। প্রতি প্যাকে ৫ কেজি চাল,১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি পিয়াজ, ১ কেজি লবণ ও সাবান দিয়ে মোট ১০ কেজি ওজনের ব্যাগ প্রতিটি পরিবারদের মাঝে বিতরণ করেন।
রুইথা মইত পাড়ার কয়েকজন বাসিন্দা বলে, দেশের এমন পরিস্থিতিতে পরিবারের সদস্যদের নিয়ে বিপাকে পরেছিলাম। মিলন খানের ত্রাণ পেয়ে আনন্দে আমার দু চোখ গড়িয়ে পানি পরছে। আল্লাহু যেন মিলন খানকে সুস্থ্য রাখেন এবং সর্বদা তার মঙ্গল হয়।
মিজানুর রহমান মিলন খান মাননীয় প্রধানমন্ত্রীর সকল নির্দেশ মেনে চলার জন্য সকলকে অনুরোধ করেন এবং ত্রাণ বিতরণের ছবি পত্রিকার প্রতিনিধিকে প্রকাশ করার নিষেধ করেন।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment