বাঁশখালীতে থানায় গরু লুটের অভিযোগ করায় জমির ধান কেটে নিয়েগেছে আসামিরা - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 25 April 2020

বাঁশখালীতে থানায় গরু লুটের অভিযোগ করায় জমির ধান কেটে নিয়েগেছে আসামিরা


একুশে মিডিয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
বাঁশখালী সরল ইউনিয়নের জালিয়া ঘাটা কানুংগখীল হাচান বহদ্ধারের বাড়ি এলাকায়  এক বাদির পুত্রবধুর রোকচানা আক্তার (২৫) এর উপর হামলা ও দুটি গরু লুটের অভিযোগ করায় পাকা ধান কেটে নেয়াওয়ার খবর পাওয়া গেছে।
পুলিশও স্থানীয়  সূত্রে জানা জায়, ঐ এলাকার লেদু মিয়া একজন কৃষক তার পার্শবতী আবু বক্কর ও আবুল বশর লেদু মিয়ার কাছ থেকে টাকা পাবে বলে অহেতুক  গালিগালাজ করে জমি দখল ও গরু লুট কারার হুমকি দে।
সে অসহায় হয়ে তাদেরকে টাকা পাওয়ার কোন ডকুমেন্ট থাকলে দেখাতে বলে তারা আরো ক্ষিপ্ত হয়ে  লেদুমিয়ার পুত্র বধু রোকচানার উপর হামলা করে সে বাঁশখালী হাসপাতালে চিকিৎসা নিয়েছে।
গত ২৩ এপ্রিল সরল ইউনিয়নের গ্রাম পুলিশ হাচান আহম্মদ  কে নিয়ে ২ টি হালের গরু লুট করে নিয়ে যায় ।
এব্যপারে গ্রাম পুলিশ হাচান আহম্মদ,আবু বক্কর সহ ৬ জনকে অভিযুক্ত  করে বাঁশখালী থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
এখবর আবুবক্কর জানার পর তার দলবল নিয়ে দেলু মিয়ার পাকা ধান কেটে নিয়ে যায়।
এব্যপারে বাঁশখালীু থানার ডিউটি অফিসারের কাছ থেকে জানতে চাইলে তিনি একুশে মিডিয়াকে বলেন, আমি খবর পেয়ে জরুরি পুলিশের টিম পাটিয়ে উভয় পক্ষকে থানায় আসতে বলেছি।


একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages