বাঁশখালীতে ঔষুদের দোকান ছাড়া অন্যান্য সকল দোকান বিকাল ৫টার পর বন্ধ ঘোষণা: স্থানীয় প্রশাসন - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 5 April 2020

বাঁশখালীতে ঔষুদের দোকান ছাড়া অন্যান্য সকল দোকান বিকাল ৫টার পর বন্ধ ঘোষণা: স্থানীয় প্রশাসন


মোহাম্মদ ছৈয়দুল আলম:
চলমান বিশ্ব জুড়ে করোনা ভাইরাসের ভয়াল আতঙ্ক মরণব্যাধী ছোঁয়াচে করোনা ভাইরাস দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ার আশংকা রহিয়াছে।
এইক্ষেত্রে চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশ বাঁশখালী থানা এলাকায় বিভিন্ন পয়েন্ট, অলি গলিতে সচেতনমূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।



সোমবার (৬ মার্চ) থেকে বাঁশখালী থানাধীন প্রত্যাক এলাকায় বিকাল ০৫.০০ ঘটিকা হইতে ঔষুধ ব্যাতিত সকল দোকান বন্ধ থাকিবে। এব্যাপারে বাঁশখালী থানাধীন বিভিন্ন হাট-বাজার, ষ্টেশনগুলো সহ এলাকায় এলাকায় মাইকিং করা হয়েছে।

বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তান জানান, আপনাদের সবাইকে বিনীত অনুরোধ করছি আসুন আমরা সবাই সাবধান হই, সচেতন হই।বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাসের দ্রুত বিস্তার কমিউনিটি ট্রান্সমিশনের ফলেই হয়েছে।তাই আপনারা সবাই সরকারি নির্দেশনা প্রতিপালন করে অপ্রয়োজনে বাড়ির বাইরে না গিয়ে বাড়িতে অবস্থান করুন। গণবিজ্ঞপ্তিতে উল্লিখিত বিশেষ জরুরী কাজে বাড়ির বাইরে আসলে প্রয়োজনীয় প্রটেকশন নিয়ে সামাজিক দূরত্ব অর্থাৎ ১ মিটার/৩ফুট দূরত্ব বজায় রেখে কাজ করুনএবং বাড়ি পৌঁছে সঠিকভাবে হাত মুখ ধুয়ে নিন।নিজে নিরাপদ থাকুন, অপরকেও নিরাপদ থাকতে সহযোগিতা করুন। সকলের সুস্বাস্থ্য কামনা করেন তিনি।


একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages