মোঃ জাকির হোসেন, জেলা প্রতিনিধি:
ঢাকর নবাবগঞ্জে অনিক লরেন্স গমেজ (৩০) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলায় যন্ত্রাইল ইউনিয়নের বালিডিওর এলাকায় এ ঘটনা ঘটে। মৃত্যু অনিক লরেন্স গমেজ ঐ গ্রামের গাবরিয়াল গমেজের ছেলে। নিহতের বাবা জানায়, সোমবার দুপুরে পারিবারিক কলহের জের ধরে অনিক তার কক্ষের ভেতর গিয়ে দরজা লাগিয়ে দেয়।
সন্ধ্যায় ডাকাডাকি পর দরজা না খোলায়, দরজা ভেঙে কক্ষের ভেতরে প্রবেশ করে, অনিকের গলায় রশি পেঁচানো অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখি। পরে পুলিশকে সংবাদ দিলে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।
ঘটনার সত্যতা জানিয়ে নবাবগঞ্জ থানার এস আই শাহাদাত হোসেন বলেন, খবর পেয়ে নিহতের বাড়িতে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। সুরতহাল শেষে মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment