মোঃ জাকির হোসেন, জেলা প্রতিনিধি:
করোনা জন্য সারাদেশ লক ডাউন থাকায়, দিনমজুরদের আয়ের উৎসব বন্ধ হয়ে যাওয়ায়, দরিদ্র পরিবার গুলো বিপাকে পড়েছে। সে অসহায় দরিদ্র পরিবারের কথা চিন্তা করে ঢাকার দোহার উপজেলার নারিশা বাজারে সরকারি নির্দেশ মোতাবেক ১০ টাকা কেজি চাল বিতরণ করেন নারিশা ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন দরানী।
আজ রবিবার বেলা ১১ টায় নারিশা বাজারে উপজেলা আওয়ামীলীগের সহ প্রচার সম্পাদক ও ডিলার মঞ্জু মোল্লা এ চাল বিতরণ করেন। স্থানীয়রা বলছেন, দেশের এমন পরিস্তিতিতে সরকার আমাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে। এ চাল পেয়ে আমরা খুব আনন্দিত এবং মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তারা আগামী দিনে ও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান।
এবিষয়ে ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন একুশে মিডিয়াকে জানান, অসহায় দরিদ্রদের কথা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশের মত দোহার উপজেলার ও দশ টাকা কেজি চাল বিতরণের নির্দেশ দিয়েছেন। যাতে দরিদ্র পরিবার গুলো অনাহারে না থাকে। এ সময় মঞ্জু মোল্লা ও ইমরান খান রাজসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment