একুশে মিডিয়া, চট্টগ্রাম প্রতিনিধি:
পটিয়ায় একটি খাবার হোটেলের পানির ড্রাম থেকে আব্দুল কাদের (২৬) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে উপজেলার কোলাগাঁও এলাকা থেকে পুলিশ এই মরদেহ উদ্ধার করে।<:একুশে মিডিযা:>
নিহত আবদুল কাদের (২৬) পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর দেয়াং এলাকার আবদুল গনী সওদাগরের বাড়ির মৃত আবদুল মোনাফের ছেলে। তিনি পানের দোকানদার বলে জানা গেছে।<:একুশে মিডিযা:>
নিহত আবদুল কাদের কোলাগাঁও ইউনিয়নের কালার পোল এলাকার ফোর এইচ গ্রুপের একটি ডায়িং কারখানার গেইটের সামনে আজিজিয়া হোটেলের সামনে একটি পানের দোকান চালাতেন। এ ঘটনায় আশিক (৩৫) নাম এক হোটেলের কর্মচারীকে আটক করেছে পুলিশ।<:একুশে মিডিযা:>
স্থানীয় বাসিন্দারা জানান, করোনা পরিস্থিতির কারণে হোটেলটি বন্ধ কিন্তু সামনের পান দোকানি কাদের তার পানের শোকেসটি নিয়ে পান বিক্রি করতো। গতকাল থেকে নিখোঁজ ছিল কাদের। এক পর্যায়ে তাকে খুঁজে না পেয়ে হোটেলে প্রবেশ করে একটি ড্রামের ভেতর থেকে কাদেরের মরদেহ দেখতে পায় তার স্বজনরা। পরে কালারপুল পুলিশ ফাঁড়িতে খবর দিলে তারা লাশটি উদ্ধার করে। এ সময় নিহতের মাথার পেছনে মারাত্মক আঘাতের চিহ্ন পাওয়া গেছে।<:একুশে মিডিযা:>
কালারপুল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক কায়সার হামিদ জানান, কাদেরকে পানির ড্রামে মৃত অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে তার কাছ থেকে টাকা কিংবা মোবাইল ছিনতাই করার জন্য এ হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।<:একুশে মিডিযা:>
এ ঘটনায় এক হোটেল কর্মচারীকে আটক করা হয়েছে। আটক হওয়া কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খুনের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।<:একুশে মিডিযা:>
একুশে মিডিয়া/এমএসএ<:একুশে মিডিযা:>
No comments:
Post a Comment