একুশে মিডিয়া, রিপোর্ট:
করোনা ঝুঁকি মোকাবিলায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সতর্ক থাকার আহবান জানিয়েছেন “ বাংলাদেশ মানবকল্যাণ ফাউন্ডেশন (বিএমএফ)এর চেয়ারম্যান মোঃ ইব্রাহীম সোহেল একিসাথে করোনা ভাইরাস সম্পর্কে দেশবাসীকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন।
বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস মোকাবেলায় সরকারের পাশাপাশি দেশের বিত্তবানদের এগিয়ে আসার আহবান আর করোনা আক্রান্তদের চিকিৎসা সেবা নিশ্চিতের আহবানসহ করোনার প্রাদুর্ভাব মোকাবিলায় সকলকে সরকারের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।
তিনি বলেন, এখন পর্যন্ত যত মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তাদের বেশিরভাগ লোকই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
তিনি নিন্মলিখিত বিষয় গুলো পালনের মাধ্যমে নিজেদেরকে এবং দেশকে নিরাপদ রাখার অনুরোধ করেন।
নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন,বারবার হাত ধৌত করতে হবে,হাঁচি কাশি দেওয়ার সময় হাত দিয়ে মুখ ঢেকে রাখুন অথবা টিস্যু ব্যবহার,কিছু সময় পরপর পানি পান করতে হবে বিশেষ করে গরম পানি এবং লেবুর শরবত,খাবার ভালো করে সিদ্ধ করে খেতে হবে, খাবার গরম হলে ভালো,ঘরের বাইরে যাওয়ার সময় মাস্ক ব্যবহার করুন, ময়লা কাপড় ধুয়ে ফেলুন,আক্রান্ত ব্যক্তি হতে নিরাপদ দূরত্ব বজায় রাখুন,যারা বিদেশ থেকে আসবেন তারা নিজ দায়িত্বে ১৪ দিন সেল্ফ quarantine থাকার জন্য অনুরোধ জানান। বিজ্ঞপ্তি।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment