একুশে মিডিয়া, রিপোর্ট:
বেশ কিছুদিন ধরে ভাতা বাড়ানোর দাবি জানিয়ে আসছিল বাংলাদেশ পুলিশ। তাদের দাবির প্রেক্ষিতে বিশেষ বা ঝুঁকি ভাতাসহ প্রায় সব ধরনের ভাতা বাড়িয়েছে সরকার। ভাতা বাড়িয়ে সম্প্রতি এ সংক্রান্ত একটি আদেশ গেজেট আকারে প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়।<:একুশে মির্ডিয়া:>
নতুন গেজেটে পুলিশের সব শাখার কনস্টেবল ও গার্ড কনস্টেবলের বিশেষ ভাতা ৪৫ টাকা থেকে কয়েক গুণ বাড়িয়ে প্রতি মাসে ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া মেট্রোপলিটন পুলিশ এএসআই ও এসআই বা সার্জেন্ট, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, সিআইডির এএসআই বা এএসআই (সশস্ত্র), মেট্রোপলিটন পুলিশের নায়েকদের বিশেষ ভাতাও ৩০০ টাকা করা হয়েছে। আগে এদের বিশেষ ভাতা ৪৫ থেকে ৬০ পর্যন্ত ছিল।<:একুশে মির্ডিয়া:>
পুলিশের প্রশিক্ষণ প্রতিষ্ঠান এবং বিশেষ শাখা, জেলা এসবির এএসআই বা এএসআইদের (সশস্ত্র) বিশেষ ভাতা ৫০০ টাকা করা হয়েছে। এর আগে এদের বিশেষ ভাতা ছিল ১৮৫ টাকা।<:একুশে মির্ডিয়া:>
এছাড়া এএসপি আর্মড পুলিশ ব্যাটালিয়নে কর্মরত এএসপি ও বিশেষ নিরাপত্তা ও সুরক্ষা ব্যাটালিয়নের (এসপিবিএন) বিশেষ ভাতা ১ হাজার টাকা করা হয়েছে, যা আগে ছিল ৫৫০ টাকা।<:একুশে মির্ডিয়া:>
আর্মড পুলিশ ব্যাটালিয়ন এবং এসপিবিএনের এসপি পদের পুলিশ সদস্যদের জন্য বিশেষ ভাতা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫০০ টাকা, আগে যা ছিল ৯০০ টাকা। অতিরিক্ত এসপিদের ভাতা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২০০ টাকা। আগে যা ছিল ৭২০ টাকা।<:একুশে মির্ডিয়া:>
বাংলাদেশ পুলিশের সব ইউনিটের এসআই/সার্জেন্ট মোটরসাইকেল ভাতা পাবেন প্রতি মাসে ৫০০ টাকা, আগে যা ছিল ২১৫ টাকা। সব ইউনিটের পরিদর্শক এবং এসআই/সার্জেন্ট নিঃশর্ত যাতায়াত ভাতা বাবদ প্রতি মাসে পাবেন ৫০০ টাকা, যা আগে ছিল ২৫০ টাকা।<:একুশে মির্ডিয়া:>
টেলকম এলাউন্স হিসাবে সব ইউনিটের এএসপি, পরিদর্শক এবং এসআই প্রতি মাসে পাবেন ৫০০ টাকা, যা আগে ছিল যথাক্রমে ৩৭৫ টাকা, ২৭০ টাকা এবং ১৮০ টাকা। এএসআই/ এএসআই (সশস্ত্র) প্রতি মাসে পাবেন ৩০০ টাকা, আগে যা ছিল যথাক্রমে ১১৫ টাকা ও ১০০ টাকা।<:একুশে মির্ডিয়া:>
পিবিএক্স এলাউন্স হিসেবে এএসআই ও কনস্টেবল পাবেন প্রতি মাসে ৪০০ টাকা ও ৩০০ টাকা, আগে যা ছিল যথাক্রমে ৭৫ টাকা ও ৪৫ টাকা। আগে সব ইউনিটের কনস্টেবলদের জন্য সশস্ত্র শাখা ভাতা ছিল মাসে ১৫ টাকা এখন সেটি বাড়িয়ে ১০০ টাকা করা হয়েছে।<:একুশে মির্ডিয়া:>
একুশে মিডিয়া/এমএসএ<:একুশে মির্ডিয়া:>
No comments:
Post a Comment