বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণের কারণে সারাবিশ্ব প্রায় স্থবির হয়ে অাছে। লক্ষ লক্ষ মানুষ করোনা ভাইরাসে অাক্রান্ত হচ্ছে, বাড়ছে মৃত্যুর সংখ্যা।
অসহায় মানুষগুলো কাজকর্ম ফেলে ঘরে অবরুদ্ধ হয়ে অাছে। অনাকাঙ্ক্ষিত সেই কঠিন মূহুর্তে নিজেদের জীবনবাজি রেখে দেশের মানুষকে নিরাপত্তার ছাউনি দিতে মাঠে ময়দানে কাজ করে যাচ্ছে একদল সাংবাদিক, পুলিশ ও ডাক্তার।
এ কারেণে তাদের মধ্যে ভাইরাস সংক্রমণের ঝুঁকি সবচেয়ে বেশি। সেই সৈনিকদের নিরাপত্তায় নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশিষ্ট রাজনিতীবিদ ও অাওয়ামী নেতা জনাব নাজমুল হক নাজিমের পক্ষ থেকে ৭৫ টি পিপিই প্রদান করেন, বসুরহাট পৌরমেয়র আব্দুল কাদের মির্জা।
বৃহস্পতিবার দুপুরে পিপিই প্রদানকালে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ আরিফুর রহমান, প্রেসক্লাব সভাপতি হাসান ইমাম রাসেল, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন রনি, সাংবাদিক আনোয়ার তোহা, সাংবাদিক জাফর উল্লাহ পলাশ ও তবিবুর রহমান টিপু সহ প্রমুখ।
একুশে িমিডয়া/এমএসএ
No comments:
Post a Comment