কুমিল্লায় কোভিড ১৯ করোনায় গত ২৪ ঘন্টায় ৫ উপজেলায় ১৬ জন আক্রান্ত - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 29 April 2020

কুমিল্লায় কোভিড ১৯ করোনায় গত ২৪ ঘন্টায় ৫ উপজেলায় ১৬ জন আক্রান্ত



এম এ বাশার, কুমিল্লা উত্তর:
কোভিড-১৯ এ কুমিল্লায় আশঙ্কা জনক ভাবে বাড়ছে করো’না আক্রান্ত । গত ২৪ ঘন্টায় বরুড়ার থানার এসআইসহ ৫ উপজলেয়া একই দিনে ১৬ জন করো’না ভাইরাসে আক্রান্ত হয়েছে। কুমিল্লায় একই দিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা রেকর্ড । গত কাল (২৮ ই এপ্রি) করোনা রোগী ছিল  ৫২, যা গত ২৪ ঘন্টায় রোগী  সংখ্যা ৫২ থেকে এক লাফে ৬৮ জনে দাঁড়িয়েছে। লাকসাম একই পরিবারে ৬ জন, দেবিদ্বার ৬, মনোহরগঞ্জে ২, বরুড়া ১, তিতাস ১। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ৬৮।
এ পর্যন্ত ১ হাজার ৬৭২ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। বুধবার পর্যন্ত ১ হাজার ৩৪৫ জনের রিপোর্ট এসেছে। সুস্থ হয়েছেন মোট সাতজন। বুধবার এসব তথ্য নিশ্চিত করেছে কুমিল্লা জেলা সিভিল সার্জন অফিস। এখন পর্যন্ত সুস্থ্য হয়েছেন ৭জন।
লাকসামে সাহাপাড়ায় একই পরিবারে ৬জন। পরিবারটিতে আগেই ২ সহোদর আক্রা ‘ন্ত ছিল।দেবিদ্বার উপজেলার ৬জনের মধ্যে- বাগুর ২ জন, নবিয়াবাদ ২ জন, গুনাইঘর উত্তর ১ জন, উপজেলা হাসপাতালে ভর্তি ১জন। বরুড়ায় করোনা পজিটিভ ব্যক্তি পুলিশের এক এসআই ।তিতাসের মাছিমপুরে আক্রা’ন্ত একজন।
কুমিল্লার করো’না আপডেট ২৯-০৪-২০২০
মোট নমুনা সেন্ট= ১৬৭২
মোট রিপোর্ট রিসিভেড=১৩৪৫
মোট পজিটিভ = ৬৮
২৯-০৪-২০২০
নতুন কেস: ১৬ জন
কুমিল্লা জে’লায় করোনায় আক্রান্তের সংখ্যা ৬৮ জন (২৯এপ্রিল পর্যন্ত)। জেলার ১৭টি উপজেলার ১৪টি তে করো’না ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।
তিতাস-১১, লাকসাম-১০,দেবিদ্বার-৯, দাউদকান্দি-৮, বুড়িচং-৭, চান্দিনা-৪, ব্রাহ্মণপাড়া-১, সদর দক্ষিণ-২, বরুড়া-৩, চৌদ্দগ্রাম-১, ও হোমনা-১, মেঘনা-১, মুরাদনগর ৬, মনোহরগঞ্জে ৩।




একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages