গাজীপুরে ডেডিকেটেড করোনা হাসপাতাল ঘোষণা - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 17 April 2020

গাজীপুরে ডেডিকেটেড করোনা হাসপাতাল ঘোষণা


একুশে মিডিয়া, গাজীপুর রিপোর্ট:
গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালকে করোনাভাইরাস ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয়েছে।<:একুশে মিডিয়া:>
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতিতে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব মো. মারুফুর রশিদ খান স্বাক্ষরিত এক চিঠিতে এ ঘোষণা দেয়া হয়।<:একুশে মিডিয়া:>
চিঠিতে বলা হয়, বাংলাদেশে ক্রমাগত করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বিদ্যমান করোনা ডেডিকেটেড হাসপাতালের সম্প্রসারণ অপরিহার্য হয়ে পড়েছে।<:একুশে মিডিয়া:>
এমতাবস্থায় প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে রাজধানী ঢাকার তিনটি ও গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালকে করোনাভাইরাস বা কোভিড-১৯ ডেডিকেটেড হসপিটাল হিসেবে ঘোষণা করা হলো।<:একুশে মিডিয়া:>
ঘোষণা অনুযায়ী, এখন এ হাসপাতালে শুধু করোনাভাইরাসে আক্রান্ত রোগীর চিকিৎসা দেয়া হবে। সাধারণ রোগীদের অন্যত্র সরিয়ে নেয়া হবে। তাদের জন্য ইমারজেন্সি তথা আউটডোরও বন্ধ থাকবে।<:একুশে মিডিয়া:>
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. খলিলুর রহমান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রজ্ঞাপন পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা প্রস্তুতি শুরু করেছি। শুক্রবার থেকে প্রস্তুতির কাজ শুরু হয়েছে। ৪-৫ দিন সময়ে হাসপাতালকে করোনা রোগীদের সেবায় পুরোপুরিভাবে প্রস্তুত করতে পারব।<:একুশে মিডিয়া:>
জানা গেছে, ৫০০ বেডের এ হাসপাতালে এখন ৫৬ জন সাধারণ রোগী ভর্তি আছেন। প্রয়োজনে তাদের অন্য হাসপাতালে শিফট করা হবে। ভর্তির প্রয়োজন না হলে ছুটি দেয়া হবে।<:একুশে মিডিয়া:>



একুশে মিডিয়া/এমএসএ<:একুশে মিডিয়া:>

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages