সবুজ সরকার, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
করোনাভাইরাস সংক্রমণ রোধে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার ২৩ (এপ্রিল) ভোর ৬টা থেকে এই লকডাউন কার্যকার হবে।
আজ বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা প্রশাসন এই লকডাউন ঘোষণা করে।
এ বিষয়ে বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ রহমতুল্লাহ জানান, ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে অনেক শ্রমিক উপজেলায় এসেছে। এছাড়া দৌলতপুর ইউনিয়নে গোপরেখী গ্রামে ১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এই পরিস্থিতিতে বেলকুচিবাসীকে করোনা থেকে মুক্ত রাখতে পুরো উপজেলা লকডাউন ঘোষণা করা হয়েছে। এ ছাড়া এই লক ডাউন নিয়ন্ত্রনের জন্য প্রতিটা ওয়ার্ডে কমিটি গঠন করা হবে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment