বাঁশখালীতে ফটোসেশান ছাড়াই ২৫০ পরিবারকে খাদ্য দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন তরুণ-যুবকরা - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 15 April 2020

বাঁশখালীতে ফটোসেশান ছাড়াই ২৫০ পরিবারকে খাদ্য দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন তরুণ-যুবকরা


একুশে মিডিয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৭নং সরল ইউনিয়নের পাইরাং-জালিয়াঘাটায় করোনা আতংকে ঘরে থেকে কর্মহীন হয়ে পড়া অসহায় গৃহবন্দী ২৫০ পরিবারের মাঝে ১৫ এপ্রিল বুধবার কোনো ফটোসেশান ছাড়াই চাল,ডাল,আলু,তেল ইত্যাদি খাদ্য সামগ্রী ঘরে গিয়ে পৌছিয়ে দিয়েছে "অসহায় দরিদ্র মানুষের পাশে আমরা বন্ধু মহল" নামের এক মেসেঞ্জার গ্রুপ আইডি। এই আইডিতে সংযুক্ত আছেন ২৩ জন তরুণ যুবক।
করোনা প্রাদুর্ভাবে ঘরে আটকে থেকে কর্মহীন হয়ে পড়া অসহায়, নিম্নবিত্ত, মধ্যবিত্ত মানুষের পাশে কিভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হয় তা তারা দেখিয়ে দিয়েছে এবং সাধারণ মানুষের কাছে এমন মহৎ উদ্যোগ দৃষ্টান্ত স্থাপন করেছে।
সরল ইউনিয়ন মানচিত্র-বাঁশখালী
স্থানীয় মানুষ তাদের জন্য দোয়া করছে। পাইরাং-জালিয়াঘাটার ২৩ জন এই তরুন-যুবক এর পরিচয় তারা সবাই স্থানীয় বন্ধু মহল। তাদের একটি গ্রুপ মেসেঞ্জার আইড়ি আছে। এই আইডির নাম "অসহায় দরিদ্র মানুষের পাশে আমরা বন্ধু মহল" দেশে-বিদেশে বিভিন্ন কর্মস্থলে থাকলেও গ্রুপ আইডির মাধ্যমে তারা এক হাতের মুঠোয়।
যারা এ কাজে সংযুক্ত আছেন, হুমায়ুন কবির, মাসুম হোছাইন, সরওয়ার, জসিম, দিদারুল ইসলাম, দিদারুল আলম জিদান, দিদারুল আলম, জাহাঙ্গীর হোছাইন সামিত, আবদুল গফুর কোম্পানি, বাবু চৌধুরী, আবদুল্লাহ তামিম, মোস্তাক আহমদ, মোঃ সোহেল, মোঃ তারেক, মোঃ আজিজ, মাঈনুদ্দীন রুবেল, জোবাইর সানী, মোঃ রনি, আলী আকবর রানা, আক্তার আলী, মোঃ বেলাল, মোঃ সাঈফুল ইসলাম হিরু, মোঃ ফারুক সর্বমোট ২৩ জন।
পাইরাং-জালিয়াঘাটার " অসহায় দরিদ্র মানুষের পাশে আমরা বন্ধু মহল " এর মাসুম,দিদার,তামিম গফুর, বাবু এদের সাথে সরাসরি কথা বললে তারা জানায় আমরা কেউ এখনো ছাত্র, কেউ চাকুরী জীবি, কেউ প্রবাসী কেউ ক্ষুদ্র ব্যবসায়ী।
আমাদের উদ্দেশ্য কোনো লোক দেখানো নয় অসহায় গৃহবন্দী মানুষের পাশে দাঁড়িয়ে একমাত্র আল্লাহ সন্তুষ্টিই আমাদের উদ্দেশ্য। আমরা ভবিষ্যতেও এলাকার অসহায় মানুষের পাশে থাকবে বলেও জানায়।


একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages