সবুজ সরকার, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচিতে সামাজিক দুরত্ব বজায় রেখে নিজ উদ্যোগে বেলকুচি পৌর আওয়ামী লীগের কার্যকারী সদস্য আলহাজ্ব আব্দুল মজিদ খাঁনের উদ্যোগে শুক্রবার সকালে তার নিজ এলাকায় শেরনগর গ্রামে ৩ শতাধিক গরিব ও দুস্থ্যদের মাঝে ত্রাণ বিতরণ ও ১ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।
বর্তমান সময়ে হোম কোয়ারেন্টাইনে থাকা বেলকুচি পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে গরিব অসহায় কর্মহীন হয়ে পড়া, নিম্ন আয়ের ৩০০ টি পরিবারের মাঝে ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ ও ২০০ পরিবারের মাঝে নগদ আর্থিক সহয়তা প্রদান করেছেন তিনি।
ত্রান বিতরণকালে উপস্থিত ছিলেন, বেলকুচি পৌর ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক গোলাম হোসেন, ২ নং ওয়ার্ডের সভাপতি মোজামেল হক সাধারণ সম্পাদক
আব্দুর সাত্তার, ৩নং ওয়ার্ডের সভাপতি আয়নাল হক, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মমিন, ৪ নং ওয়ার্ডের সভাপতি বাচের কবিরাজ, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম,৫ নং ওয়ার্ডের সভাপতি সামচুল হুদা, সাধারণ সম্পাদক দুলাল শেখ, ৬নং ওয়ার্ডের সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক ফজল কমিশনার, ৭ নং ওয়ার্ডের সভাপতি মোন্নাফ মোল্লা, ৮ নং ওয়ার্ডের সভাপতি হেলাল প্রমানিক, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, ৯নং ওয়ার্ডের সভাপতি শাজাহান আলীসহ বিভিন্ন সংগঠনের নেত্রীবৃন্দ।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment