এম এ হাসান, কুমিল্লা:
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় দ্রুত গতির পিক-আপের চাপায় ৬ বছরের শাহানাজ আক্তার নামের এক কন্যা শিশু নিহত হওয়ার ঘটনা জানা গেল।
স্থানীয় সদর দক্ষিণ উপজেলার রতনপুর এলাকার সিএনজি চালক এরশাদ এর দেওয়া সংবাদে জানা যায় যে ১৩ এপ্রিল সোমবার সকাল ১১ টায় সদর দক্ষিণ উপজেলার রতনপুর বাজারে মায়ের সাথে রাস্তা পারাপারের সময় হটাৎ দ্রুত গতিতে থাকা একটি অজ্ঞাত পিকআপের চাপায় ঘটনাস্থলে মায়ের সাথে থাকা ৬ বছরের কন্যা শাহানাজ নিহত হয়।
স্থানীয়রা জানায় পিকআপ ভ্যান শিশুটির উপর দিয়ে দিয়ে চলে গেলে ঘটনাস্থলে শিশুটি মারা যায়।
নিহত শাহনাজ উপজেলার রতনপুর গ্রামের সি এন জি চালক জসিম উদ্দিনের মেয়ে। স্থানীয়দের দেওয়া সংবাদ পেয়ে লাইমাই হাইওয়ে ফাড়ির ইনচার্জ শিশুটির মরদেহ ফাঁড়িতে নিয়ে যায়।চোখের সামনেই এমন অনাকাঙ্ক্ষিত মর্মাহত বেদনাদায়ক সড়ক দুর্ঘটনায় রতনপুর বাজারে এসময় শোকের ছায়া নেমে আসে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment