এম এ হাসান, কুমিল্লা:
কুমিল্লা চৌদ্দগ্রামে বিজলী বাস মালিক সমিতির উদ্যােগে শতাধিক শ্রমিকের পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ।
চলমান করোনা ভাইরাস মহামারিতে জনসচেতনতা বৃদ্ধি ও সরকারের ঘোষণায় লকডাউনে থাকা নিম্নমানের দিনমজুর খেটে খাওয়া শ্রমিকদের পরিবারের কথা চিন্তা করে স্থানীয় বিজলী বাস মালিক সমিতি শুক্রবার বিকেলে বিজলী বাস মালিক সমিতির মিয়াবাজারস্থ অফিসে বিভিন্ন পর্যায়ের ১শত শ্রমিকের পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন।খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাউল, ডাল, তৈল, আলু।
কুমিল্লা বিজলী বাস মালিক সমিতির সভাপতি ও উপজেলার মিয়াবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ এর সভাপতিত্বে উক্ত খাদ্য সামগ্রী বিতরণকালে এসময় উপস্থিত ছিলেন, বিজলী বাস মালিক সমিতির উপদেষ্টা আবদুর রশিদ, ফিরোজ মিয়া, দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, ক্যাশিয়ার হুমায়ন কবির সহ বিজলী বাস মালিক সমিতির বিভিন্ন পর্যায়ের দায়িত্বে থাকা নেতৃবৃন্দ।
উক্ত পরিবহন মালিক সমিতির পূর্ব সীদ্ধান্ত অনুযায়ী খাদ্য সামগ্রী নিতে আসা ব্যক্তির ফটোসেশন নিষিদ্ধ থাকায় এসময় খাদ্য সামগ্রী নিতে আসা বিভিন্ন শ্রমিক সন্তুষ্টি প্রকাশ করেছেন।
জানা যায় উক্ত বিজলী বাস মালিক সমিতি বিভিন্ন দূর্যোগে জনসাধারণ ও শ্রমিকদের পরিবারে বিভিন্ন পর্যায়ের সহযোগিতা করে থাকে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment