মোহাম্মদ জিপন উদ্দিন, চট্টগ্রাম:
বিশ্ব থমকে গেছে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে। বন্ধ হয়ে গেছে আয়ের একমাত্র উৎস, চাকরিচ্যুতও হয়েছেন অনেকে এমন দূর্যোগময় মূহুর্তে ৮টি আবাসিক এবং বাণিজ্যিক ভাড়াটিয়ার এক মাসের ভাড়া মওকুফ করে দিয়েছেন ফটিকছড়ির আমেরিকা প্রবাসী আকতার উল আজম।
নাজিরহাট সংলগ্ন ফরহাদাবাদ এলাকার বাসিন্দা আকতার উল আজম দীর্ঘ দিন ধরে পরিবার নিয়ে আমেরিকার নিউইয়র্কে থাকেন। চট্টগ্রাম শহরে তার দুইটি ফ্ল্যাট ও একটি দোকান এবং ফটিকছড়িতে তিনটি দোকান আছে। তিনি সবার একমাসের ভাড়া মওকুফ করে দেন।
তিনি জানান, সারাবিশ্বের মধ্যে নিউ ইয়র্ক সবচেয়ে বেশি কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে। এই দুর্যোগ মুহূর্তে তিনি তার ভাড়াটিয়াদের সমস্যার কথা চিন্তা করে আপাতত এক মাসের ভাড়া মওকুফ করে দিয়েছেন।
অনেক দোকান মালিক আছেন তারা শুধুমাত্র ওই দোকানের ভাড়া দিয়ে সংসার চালান। তবে বেশির ভাগেরই এক বা দুই মাসের ভাড়া মওকুফ করার সামর্থ আছে। যেসব দোকান এবং ফ্ল্যাট মালিকদের সামর্থ আছে তাদেরকেও ভাড়াটিয়াদের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment