একুশে মিডিয়া, সুনামগঞ্জ প্রতিনিধি:
করোনা ভাইরাসে আতঙ্কে ঘর বন্দী অসহায় ও নিম্নবিত্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন বোগলাবাজারের ব্যবসায়ীদের একাংশ। আজ সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ব্যবসায়ীদের একাংশের উদ্যোগে বোগলাবাজারে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন গরিব ও অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
বোগলাবাজারের ব্যবসায়ী মোঃ আবুল হোসেন, মোঃ শাহিদ মিয়া, ডাঃ ইসমাইল হোসেন, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আবু হানিফা, ডাঃ আনোয়ার হোসেন রনি, মোঃ শরিফ খান, মোঃ হুমায়ূন কবির, মোঃ আব্দুল্লাহ, ডাঃ বোরহান উদ্দিন, মোঃ মোশাররফ হোসেন এবং মোঃ নাসির উদ্দিন (মনা মিয়ার) উদ্যোগে বোগলাবাজার ইউনিয়নের বিভিন্ন গ্রামের গরিব ও নিম্নবিত্ত ১৩৫ টি পরিবারে সয়াবিন তৈল, আটা, মুশুরি ডাল ও আলুসহ অন্যনা খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
ডাঃ ইসমাইল হোসেন বলেন, করোনা ভাইরাসের কারণে মানুষ গৃহবন্দি। কাজ না থাকায় শ্রমজীবীরা ঘরে পরিবার পরিজন নিয়ে উপোস করছে। এমতাবস্থায় আমরা জনসচেতনতার পাশাপাশি বোগলাবাজার ইউনিয়নের কর্মহীন গরিব ও অসহায় পরিবারে খাদ্য সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছি। প্রয়োজনবোধে এই সহায়তা আরও বাড়ানো হবে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment