করোনা ঝুঁকিপূর্ণ বাঁশখালী নমুনা সংগ্রহ হচ্ছে না। ল্যাব টেকনোলজিস্টহীন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স! - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 14 April 2020

করোনা ঝুঁকিপূর্ণ বাঁশখালী নমুনা সংগ্রহ হচ্ছে না। ল্যাব টেকনোলজিস্টহীন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স!

করোনাভাইরাসে ঝুঁকিপূর্ণ বাঁশখালী উপজেলা সন্দেহভাজন আক্রান্ত লোকজনের নমুনা সংগ্রহ হচ্ছে না,  তিন জন ল্যাব টেকনোলজিস্ট এর মধ্যে একজনও নেই বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ
বাঁশখালীতে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় উপজেলা ও পৌরসভার বিভিন্ন এলাকায় নমুনা সংগ্রহের অতি জরুরী কারণ চট্টগ্রাম শহরে এবং জেলার বিভিন্ন উপজেলায় ও পার্শ্ববর্তী উপজেলা সাতকানিয়ায় এ পর্যন্ত ৫জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী পাওয়া গছে 
অন্যদিকে বাঁশখালী প্রধান সড়ক হয়ে চট্টগ্রাম শহর ও কক্সবাজার জেলায় নিত্য প্রয়োজনীয় মালবাহী গাড়ী এবং জরুরী প্রয়োজনীয় কাজে লোকজন আসা-যাওয়া করে  এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন জন ল্যাব টেকনোলজিস্ট এর মধ্যে বর্তমানে একজনও না থাকায় করোনা ভাইরাস সন্দেহ জনক রোগীর নমুনা সংগ্রহ করা হচ্ছে না
খোঁজ নিয়ে জানা গেছে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন জন ল্যাব টেকনোলজিস্ট এর মধ্যে বর্তমানে একজনও না থাকায় করোনা ভাইরাস সন্দেহ জনক রোগীর নমুনা সংগ্রহ করা হচ্ছে না। ১।সঞ্জীব দাস প্রেসনে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ২। নিওটন মার্মা প্রেসনে ফৌজদার হাট বিআইটিআইডি তে ও পরিতোষ বড়ুয়া অসুস্থ জনিত কারনে ছুটিতে যাওয়ায় বর্তমান বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাস সন্দেহ জনক রোগীর নমুনা সংগ্রহ করা হচ্ছে না
এই পরিস্থিতিতে বাঁশখালীতে করোনাভাইরাস মোকাবিলায় উপজেলা ও পৌরসভার বিভিন্ন এলাকায় নমুনা সংগ্রহের অতি জরুরী
উপজেলা পর্যায়ে হাসপাতালগুলোতে সন্দেহভাজন আক্রান্ত লোকজনের নমুনা সংগ্রহ জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো নির্দেশ থাকলেও, এই সেবা থেকে বঞ্চিত হচ্ছে বাঁশখালীর লোকজন
এব্যাপারে উপজেলা নাগরিক সমাজের পক্ষ থেকে করোনাভাইরাস পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে বাঁশখালীতে জরুরি ভিত্তিতে পরীক্ষাগার স্থাপনের দাবি জানানো হচ্ছে
নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মকর্তা জানান, চট্টগ্রাম জেলার করোনাভাইরাসের ঝুঁকিপূর্ণ উপজেলা বাঁশখালী। তাই এই মুহূর্তে সন্দেহভাজন রোগীদের পরীক্ষা করা জরুরী প্রয়োজন পরীক্ষার জন্য বেশি বেশি নমুনা সংগ্রহ করা প্রয়োজন। কিন্তু তিন জন ল্যাব টেকনোলজিস্ট এর মধ্যে একজনও কর্মস্থালে নেই
তিনি আরো বলেন, করোনাভাইরাস পরিস্থিতি এখন জাতীয় দুর্যোগ। এই পরিস্থিতিতে সরকারের পাশাপাশি বেসরকারি ক্লিনিক ও হাসপাতালগুলোকে এগিয়ে আসা প্রয়োজন। বিশেষ করে বেসরকারি ক্লিনিক-হাসপাতালগুলো থেকে তাদের ল্যাব টেকনোলজিস্ট দিয়ে নমুনা সংগ্রহ করা ছাড়া অন্যকোন উপায় নেই কারণ রোগীদের বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করা প্রয়োজন। না হলে আক্রান্ত রোগী থেকে অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কা বেশি
এব্যাপারে একুশে মিডিয়া’র পক্ষ থেকেউপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ শফিউর রহমান মজুমদারের মুঠোফোন (01712577482) যোগাযোগ করার জন্য কয়েক বার চেষ্টার করার হলেও পাওয়া যায়নি। 


No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages