রাজনীতি আমার নেশা সুযোগ পেলেই দৌড় মারি ‘জীবনের গল্প’: আয়েশা ছিদ্দিকা রুমি - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 10 April 2020

রাজনীতি আমার নেশা সুযোগ পেলেই দৌড় মারি ‘জীবনের গল্প’: আয়েশা ছিদ্দিকা রুমি

লকডাউনে আমার মাঝে আমি অবগাহন...শুধু আমিময় নিয়ে কিছুটা ভাবনা আমি: আয়েশা ছিদ্দিকা রুমি।
একুশে মিডিয়া, জীবনের গল্প:
আমি- আয়েশা ছিদ্দিকা রুমি:

আমার দুটি কন্যা সন্তান আছে, আমার দেশের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়।চট্টগ্রামে সেটেল, চট্টগ্রামে বেড়ে উঠা স্কুলঃইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম, কলেজ: সরকারি মহিলা কলেজ, চট্টগ্রাম । বি এস সি ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং, প্রিমিয়ার ইউনিভার্সিটি, চট্টগ্রাম। ইংলিশ লিটারেচার,ভুঁইয়া একাডেমি, চট্টগ্রাম। এল.এল.বি,বঙ্গবন্ধু ল' টেম্পল, চট্টগ্রাম।
পেশা জীবনে স্কুল, ব্যাংক, ফাউন্ডেশন, সফটওয়্যার কোম্পানি, এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানিতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।
বর্তমানে এল,এল,বি নিয়ে ঘাটাঘাটি করছি
আবার আমার মেয়েদের স্কুলেও ক্লাসনি মাঝে মাঝে প্রিন্সিপালের অনুরোধে যেদিন আমার কাজের প্রেসার কম থাকে...আমার ছোট কন্যার জন্য স্কুলে বসে থাকতে হলে।
রাজনীতি আমার নেশা...সময় পেলেই দৌড় মারি
মানবাধিকার নিয়ে কাজ করি...


সভাপতি: মানবাধিকার বাস্তবায়ন কমিশন,চট্টগ্রাম দক্ষিণ জেলা। 
সদস্য: চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব মহিলা লীগ।
প্রচার ও প্রকাশনা সম্পাদক: বঙ্গবন্ধু মহিলা পরিষদ, চট্টগ্রাম ।
মহিলা বিষয়ক সম্পাদক: বঙ্গবন্ধু আইন পরিষদ, চট্টগ্রাম বঙ্গবন্ধু ল' টেম্পল। 
মহিলা বিষয়ক সম্পাদক: জননেত্রী শেখ হাসিনা পরিষদ,চট্টগ্রাম দক্ষিণ জেলা। 
সহ সম্পাদক: দৈনিক ইনফো বাংলা।
আয়েশা ছিদ্দিকা রুমি
আমি কোয়ান্টাম প্রোমাষ্টার্স,উচ্চতর মেডিটেশন আমাকে টানে...ইয়োগা দেহে চনচনে ভাব এনে দেয়...এই লাইনে অনেকদিন পড়ে ছিলাম...
ফুল ফুটতে দেখলেই মন ভরে যায়,সময় পেলেই গাছে পানি দি,সেটা রাত ১২ টায়ও হতে পারে,অনেক সময় মিস হয়ে যায়,মনে হয় সন্তান তুল্য গাছ গুলোকে পানি দিলাম না...
সময় পেলেই মেয়েদের নিয়ে বের হয়ে পড়ি...প্রাকৃতিক পরিবেশে যেতে বেশি ভাল লাগে...সমুদ্র আমাকে ডাকে...কাশবন হাত ছানি দেয়...
মাঝে মাঝে মেয়েদের নিয়ে সিনেমা হলে চলে যায় ভাল সিনেমা আসলে...
সাদা কালো মিশ্রিত কালার কেমন জানি অদ্ভুত ভাল লাগা কাজ করে...
কোন বিশেষ প্রোগ্রাম ছাড়া খুব সাদাসিধা নরমাল থাকতেই ভাল লাগে...
আয়েশা ছিদ্দিকা রুমি
গান না শুনলে ভাল লাগে না,কিছু গান শুনে নাচি,গায়... কিছু গান শুনে কান্না করি।
এক সময় বই পড়ার জন্য মাইর খেয়েছি এখন পড়ার সময় হয় না,তাও একটু হলেও পড়ার চেষ্টা করি।
কবিতা আবৃত্তি করি। সময় পেলে একটু লেখারও চেষ্টা করি... স্বরচিত বলে কথা।

আমি ফুচকা প্রেমিক,খেতে বসলে একসাথে তিন প্লেট খেতে হয়,মন খারাপ থাকলেও ফুচকা খেলে মন ভাল হয়ে যায় ।
বৃষ্টি খুবই প্রিয়,বৃষ্টিতে আমাকে ঘরে বেঁধে রাখা যায় না,আমি বের হবোই...
সত্যের সাথে চলতে ভাল লাগে,উল্টো পাল্টা দেখলে কাউকে ছেড়ে কথা বলি না।
নিজ অবস্থানে থেকে মানুষের বিপদে আপদে সাহায্য করার চেষ্টা করি।
রক্তের গ্রুপ ও পজিটিভ, আলহামদুলিল্লাহ ৬ বার রক্ত দেওয়ার সুযোগ হয়েছে...
এই হলাম আমার আমি
আয়েশা ছিদ্দিকা রুমি

আয়েশা ছিদ্দিকা রুমি

আয়েশা ছিদ্দিকা রুমি

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages