এম এ হাসান, কুমিল্লা:
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সহকারী প্রধান কারারক্ষী তরিকুল ইসলাম শাহিনকে ইয়াবাসহ আটক করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় তাকে ৬২২ পিস ইয়াবা সহ আটক তরিকুল ইসলাম শাহিন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ইয়াকুব নগরের ফুল মিয়ার ছেলে। তিনি ১৯৯৬ সালে চাকরিতে যোগদান করেন।<:একুশে মিডিয়া:>
কারাগারের সিনিয়র জেল সুপার মো. শাহজাহান আহমেদ বলেন, ‘সোমবার গোপন সংবাদে জানতে পারি তরিকুল ইয়াবা নিয়ে ডিউটিতে আসছেন। পরে তিনি আসলে জেলার মো.আসাদুর রহমানসহ অন্যান্য ডেপুটি জেলারদের সামনে তার দেহ তল্লাশি করে সিগারেটের প্যাকেটে ১০৬ পিস ইয়াবা খুঁজে পাই। সেই সাথে ব্যারাকে তার রুমে তল্লাশি চালিয়ে বিছানার নিচ থেকে আরও ৪১৬ পিস ইয়াবা উদ্ধার করি।<:একুশে মিডিয়া:>
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তরিকুল দীর্ঘদিন ধরে কারাগারের ভেতরে বন্দীদের মাঝে মাদক বিক্রির কথা স্বীকার করেছেন। তাকে পুলিশে হস্তান্তর এবং কোতোয়ালি মডেল থানায় মামলা করা হয়েছে বলেও জানান শাহজাহান আহমেদ।<:একুশে মিডিয়া:>
একুশে মিডিয়া/এমএসএ<:একুশে মিডিয়া:>
No comments:
Post a Comment