এনামুল কবির মুন্না:
সুনামগঞ্জের দোয়ারাবাজারে আগুনে পুড়ে ছাই হয়েছে ১০টি দোকান। এতে অন্তত এককোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়,শনিবার দিবাগত( রাত ২.টার)দিকে উপজেলার সুরমা ইউনিয়নে মহব্বতপুর বাজারে হঠাৎ নিজামের ফার্নিচারের দোকান থেকে আগুন লাগার পর মূহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক বাজারের ব্যবসায়ীসহ এলাকাবাসীর হস্তক্ষেপে পানি নিক্ষেপের মাধ্যমে ঘন্টাখানেক পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এ সময় ওই দোকানের সাথে শামীম মিয়ার কাপড়ের দোকান,নিজাম উদ্দিনের কসমেটিক দোকান,মঈনুদ্দিনের কাপড়েন দোকান,হেলাল মিয়ার টেইলারি দোকান,শাহিদ মিয়ার অফিস,বাতেন মিয়ার ফার্মেসীসহ ১০টি দোকান আগুনে পড়ে একেবারে ছাই হয়ে যায়।
এ সময় ঘটনাস্থল পরিদর্শন করেন সুরমা ইউনিয়ন চেয়ারম্যান খন্দকার মামুনুর রশীদসহ দোয়ারাবাজার পুলিশ প্রশাসন।
আগুনের সূত্রপাত সম্পর্কে স্থানীয়রা জানান,নিজামের ফার্নিচারের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুনের দাউদাউ লেলিহান শিখায় শতাধিক ফুটউপরে উঠতে দেখা যায়।
এসময় আগুনের ভয়ে বাজারের অর্ধশতাধিক ব্যবসায়ীরা তাদের দোকানের মূল্যবান মালামাল অন্যত্র স্থানান্তরকালে লুটপাটসহ অনেক ক্ষতিগ্রস্তের শিকার হয়েছেন।
দোয়ারাবাজার থানার ওসি আবুল হাশেম বলেন,খবর পেয়ে পুলিশের একটি ফোর্স ঘটনাস্থলে পৌছে আগুন নির্বাপনে স্থানীয়দের সহযোগিতা করে থাকে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment