দেশেজুড়ে করোনা’য় আক্রান্ত হলেন ৪৩৬ চিকিৎসক - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 28 April 2020

দেশেজুড়ে করোনা’য় আক্রান্ত হলেন ৪৩৬ চিকিৎসক


একুশে মিডিয়া, রিপোর্ট:
সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত চিকিৎসকের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গতকাল আক্রান্ত চিকিৎসকের সংখ্যা ৩৮৭ জন থাকলেও গত ২৪ ঘণ্টার ব্যবধানে সংখ্যাটি বেড়ে ৪৩৬ জনে দাঁড়িয়েছে। অর্থাৎ ২৪ ঘণ্টায় নতুন করে ৪৯ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন।<:একুশে মিডিয়া:>
মঙ্গলবার (২৮ এপ্রিল) বেসরকারি সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ‌্যান্ড রেসপন্সিবিলিটিসের (এফডিএসআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।<:একুশে মিডিয়া:>
বিজ্ঞপ্তিতে বলা হয়, আক্রান্ত ৪৩৬ চিকিৎসকের মধ্যে সর্বোচ্চ ঢাকা বিভাগে ৩৩৬ জন, বরিশালে ৯ জন, চট্টগ্রামে ১৭, সিলেটে ৭, খুলনায় ১৪, রংপুরে ৫ ও ময়মনসিংহে ৪৭ এবং রাজশাহী বিভাগে একজন।<:একুশে মিডিয়া:>
এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনা মোট ১৫৫ জনের প্রাণ কেড়ে নিলো। আক্রান্ত হিসেবে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৫৪৯ জন। ফলে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ছয় হাজার ৪৬২।<:একুশে মিডিয়া:>
এ ছাড়া সুস্থ হয়েছেন আরও আটজন, এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩৯-এ। মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।<:একুশে মিডিয়া:>
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও এখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা। বাড়ছে মৃত্যুও।<:একুশে মিডিয়া:>


একুশে মিডিয়া/এমএসএ<:একুশে মিডিয়া:>

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages