চৌদ্দগ্রামে কৃষকের ধান কেটে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 23 April 2020

চৌদ্দগ্রামে কৃষকের ধান কেটে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা



এম এ হাসান, কুমিল্লা:
কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলায় কৃষক এর ধান কেটে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা। চলমান করোনা মহামারিতে লকডাউনে থাকা কৃষকরা পড়েছে মহা বিপাকে,সারাদেশে দেখা দিয়েছে শ্রমিকের সংকট, এরই মাঝে কৃষকের ক্ষেতে পাকা ধান শ্রমিক সংকটের জন্য কৃষকের স্বপ্নের পাকা ধান ঘরে তুলতে পারছে না তারা।
এ সমস্যার সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকের ধান কেটে দেয়ার জন্য ছাত্রলীগকে আহবান জানিয়েছেন। প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে সারাদেশের বিভিন্ন এলাকায় কৃষকের ধান কেটে দিচ্ছেন উপজেলা প্রশাসন, ইউনয়িন পরিষদ ও ছাত্রলীগ।
সারাদেশের মত কুমিল্লার চৌদ্দগ্রামেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এ আসনের সাংসদ সাবেক রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক এমপির আহবানে সাড়া দিয়ে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন,ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ছাত্রলীগ। তারই ধারাবাহিকতায় আজ (২৩ এপ্রিল) মুন্সীরহাট ইউনিয়নের যুগীরহাট গ্রামের দরিদ্র কৃষক আতর ইসলামের ৪০ শতক জমির পাকা ধান কেটে দেন।
এ সময় ধান কাটায় অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা, মুন্সীরহাটের ইউপি চেয়ারম্যান মাহফুজ আলম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা, যুবলীগ নেতা খোরশেদ আলম, মাদ্রাসা ছাত্রলীগ সভাপতি শামীম, ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি ওসমান মজুমার সহ ছাত্রলীগের আরো অনেকে।
এ সময় চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা মাস্ক, সাবান ও স্যানিটাইজার বিতরন করেন।



একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages