রেখা মনি, রংপুর:
বাংলারদেশ জাতীযতাবাদী দল বি এন পির উদ্যোগে গরীব দুস্হদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সোমবার (৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে রংপুর মিঠাপুকুর ১৭নং ইমাদপুর ইউনিয়ন , বাংলাদেশ জাতীযতিবাদী দল বি এন পি এর উদ্যোগে ৪৫০জন দুস্হদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। যার মধ্যে চাল, ডাল, আলু,করলা সাবান, মাস্ক বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সহ সভাপতি মানিক মন্ডল, সম্পাদক, সাজ্জাদুল আলম সাজু, মিঠাপুকুর থানাধীন সদস্য আরিফুল ইসলাম আকন্দ, থানাধীন সদস্য রুহুল আমিন খন্দকার জুয়েল, ডা :লুৎফর রহমান সেচ্ছাসেবক সদস্য, ছাদেকুল ছাত্রনেতা আলামিন ছাত্রনেতা ,সৈকত ,রবিউল ইসলাম প্রমূখ।
এ সময় আরিফুল ইসলাম আকন্দ ও রুহুল আমিন খন্দকার জুয়েল, বলেন যতদিন করোনা ভাইরাসের জন্য সংকটময় অবস্হা থাকবে ততদিন আমাদের সহযোগিতা কার্যক্রম অব্যহত রাখার করবো।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment