একুশে মিডিয়া, সুনামগঞ্জ প্রতিনিধি:
করোনাকালে বিনামূল্যে বাড়ি বাড়ি গিয়ে সেবা প্রদানের জন্য সুনামগঞ্জের সিভিল সার্জনকে এ্যাম্বুলেন্স দিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় সিভিল সার্জন ডা. শামছুদ্দিনের হাতে এ্যাম্বুলেন্স হস্তান্তর করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, নান্দনিক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ব্যারিস্টার এম এনামুল কবির ইমনের সহধর্মিণী ব্যারিস্টার ফারজানা শিলা, ডেপুটি সিভিল সার্জন মোহাম্মদ আশরাফুল হক, সুনামগঞ্জ সদর হাসপাতালে আবাসিক চিকিৎসক (আরএমও) মোহাম্মদ রফিকুল ইসলাম, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা ওমর ফারুক প্রমুখ।
ব্যারিস্টার ইমন জানান, করোনাকালে প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন।
সৃজনশীল ও মানবিক কাজ করার জন্য আমি এবং আমার স্ত্রী’র উদ্যোগে গড়ে তোলা সংগঠন নান্দনিক ফাউন্ডেশনের উদ্যোগে মানুষকে বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা সেবা পৌঁছে দিতে এই এ্যাম্বুলেন্স প্রদান করেছি। চাহিদা থাকলে আরও এ্যাম্বুলেন্স প্রদান করা হবে বলে জানান তিনি।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment