এম এ হাসান, কুমিল্লা:
কুমিল্লার লাকসামের মুদাফফরগজ্ঞ বাজার থেকে ১২ এপ্রিল এক ক্ষুদ্র ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ৷নিহত নুরুল ইসলাম ব্যক্তি হাজীগঞ্জ উপজেলার বলাখাল ধাররা গ্রামের বাসিন্দা। গ্রামে তার ৫ ছেলে ও ২ মেয়ে রয়েছে৷
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে নুরুল ইসলাম লাকসামের মুদাফ্ফরগঞ্জ বাজারে বাঁশ-বেতের তৈরী কৃষি জাত ওড়া-খাঁছি, চালনী-কুলা, ধানি ডোল জাতীয় সামগ্রীর ব্যবসা করে আসছিলেন ৷ রাতের বেলায় ওই বাজারের একটি মার্কেটের ভিতর থাকতেন ৷
প্রতি দিনের ন্যায় গতকালও সে বেচা-বিক্রি করেছেন৷ আজ ভোরে বাজারে আসা লোকজন তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে, পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়৷
মৃত নূরুল ইসলামের ভাগনে এলাহী বনেল, সকালে বাজার কর্রপক্ষ ফোন করে আমাদেরকে জানালে আমরা ঘটনাস্থলে আসি৷ আমার অসহায় মামা একজন ভাল মানুষ৷ তাকে কেউ হত্যা করেছে৷ কেন করেছে তা বলতে পারছিনা ৷
পুলিশ মামা দেহ থানায় নিয়ে গেছে৷
লাকসাম থানার ওসি নিজাম উদ্দিন লাশ উদ্ধারের ঘটনা নিশ্চিত করেছেন।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment