নবাবগঞ্জে সাড়ে ছয় হাজার ভ্যান,রিক্সা,অটোরিক্সা চালকদের মাঝে খাদ্য সহায়তা প্রদান - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 7 April 2020

নবাবগঞ্জে সাড়ে ছয় হাজার ভ্যান,রিক্সা,অটোরিক্সা চালকদের মাঝে খাদ্য সহায়তা প্রদান


মোঃ মামুনুর রশিদ, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
করোনা ভাইরাস বিস্তার রোধে ঘরে অবস্থান করার লক্ষ্যে দিনাজপুরের নবাবগঞ্জে ৬ হাজার ৫শ দরিদ্র ও অসহায় ভ্যান, রিক্সা, অটোরিক্সা ও ভটভটি চালককে খাদ্য সহায়তায় প্রদান করা হয়েছে। 
মঙ্গলবার বেলা ১১টায় সমাজিক দুরত্ব বজায় রেখে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার ৯টি ইউনিয়নে একযোগে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে ২ হাজার ৫শ ও  দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য মোঃ শিবলী সাদিকের ব্যক্তিগত তহবিল থেকে ¬৪ হাজার চালককে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।

উপজেলার কুশদহ, জয়পুর,গোলাপগঞ্জ,ও বিনোদ নগর ইউনিয়ন পরিষদে সংসদ সদস্য চালকদের হাতে এ খাদ্য সহায়তা তুলে দেন। প্রতিজনকে ১০ দিনের খাদ্য সামগ্রী প্রদান করা হয় ।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার ও সহকারী কমিশনার (ভুমি) মোঃ আল মামুন,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেফাউল আজম,সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবতী, থানার ওসি অশোক কুমার চৌহানসহ ৯টি ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।



একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages