একুশে মিডিয়া, কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি:
মহামারি দূর্যোগ করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে কুতুবদিয়া লক ডাউনের আওতায় রয়েছে। পরিস্হিতি নিয়ন্ত্রনের জন্য সরকার কিছু বিষয়ে বিধি নিষেধ আরোপ করে। এ সরকারি আদেশ অমান্য করে ভবনের নির্মাণ কাজে শ্রমিক নিয়োগের অভিযোগে আলী আকবর ডেইল এলাকায় আলমগীরের বাড়িতে নিবার্হী ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ হেলাল চৌধূরী অভিযান চলিয়ে বিষয়টি সত্যতা ফেলে ঘটনা স্থলে ঘর মালিক আলমগীরকে ২০ হাজার টাকা জরিমাান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ হেলাল চৌধুরী বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখতে একান্ত প্রয়োজন ছাড়া কাউকে বাড়ির বাইরে না আসার জন্য সরকারিভাবে কঠোর নির্দেশনা দেওয়া হয়। কিন্ত এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে কতিপয় ব্যক্তি নতুন ভবন নির্মাণ কাজ অব্যাহত রাখায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে আলী আকবর ডেইল ইউনিয়নের ফতেহ আলী সিকদার পাড়ায় রৌশনিয়া হাফেজিয়া মাদ্রাসার পাশে এ অভিযান পরিচালনা করেন।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment