চট্টগ্রামে নতুন করোনা রোগী শনাক্ত তিন - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 8 April 2020

চট্টগ্রামে নতুন করোনা রোগী শনাক্ত তিন


মোহাম্মদ জিপন উদ্দিন, চট্টগ্রাম:
ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) নমুনা পরীক্ষায় আরও ৩ জনের শরীরে করোনা (কোভিট-১৯)  ভাইরাস পাওয়া গেছে বলে জানিয়েছেন চট্টগ্রাম স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির।
বুধবার (০৮ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে তিনি এ তথ্য নিশ্চিত করে ডা. হাসান শাহরিয়ার কবির বলেন, আজ ৬০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এরমধ্যে তিনজনের শরীরে করোনা পজিটিভ।
এখন পর্যন্ত চট্টগ্রামে মোট ৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা গেছে।
সবমিলিয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত ৩১০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানান তিনি।
করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে একজনের বয়স ৪০, একজনের বয়স ৪৫ এবং অন্যজনের বয়স ৫০ বছর। তারা চট্টগ্রাম নগরের সাগরিকা, হালিশহর ও অন্যজন সীতাকুন্ড উপজেলার বাসিন্দা।
উল্লেখ্য, গত ৩ ও ৫ এপ্রিল নগরের দামপাড়ায় একই পরিবারের পিতা ও পুত্রের দুই জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়।
তারা বর্তমানে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
দুই জনের দেহে করোনা ভাইরাস শনাক্তের পর চট্টগ্রামের বিভিন্ন এলাকা লকডাউন করে প্রশাসন। সে সাথে পুরো চট্টগ্রাম নগরীকে লকডাউন করা হয়েছে।



একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages