একুশে মিডিয়া, রিপোর্ট:
সংসদ সদস্য শামসুর রহমান শরীফ মারা যাওয়ায় পাবনা-৪ সংসদীয় আসন শূন্য ঘোষণা করা হয়েছে।<:একুশে মিডিয়া:>
আজ সোমবার সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আসনটি শূন্য ঘোষণা করা হয়।<:একুশে মিডিয়া:>
গত ২ এপ্রিল ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ।<:একুশে মিডিয়া:>
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও পঞ্চমবারের মতো নির্বাচিত সংসদ সদস্য ছিলেন।<:একুশে মিডিয়া:>
একুশে মিডিয়া/এমএসএ<:একুশে মিডিয়া:>
No comments:
Post a Comment