আল আমিন মুন্সী:
আসছে পবিত্র মাহে রমজান আজ রাতে সেহরি খেয়ে আগামীকাল থেকে পবিত্র মাহে রমজান রাখবেন সকল মুসলমানরা এই পবিত্র মাহে রমজানে অসহায় গরীব মানুষের পাশে দাড়ালেন, সাভার থানা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক, লিজা আক্তার, প্রতিদিন ১৫০ জন রোজাদার ব্যক্তিকে ইফতার করাবেন।
শুধু তাই নয় প্রতিদিন সেহরির সময় ৩০ জন অসহায় গরীব মানুষেকে সেহরি খাওয়াবেন যেনো তারা সকলে রোজা রাখতে পারে।
এ বিষয় সাভার থানা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক লিজা আক্তার, এর সাথে কথা বললে তিনি বলেন, বর্তমানে করোনাভাইরাস এর কারনে দেশ দেশের মানুষ আতঙ্ক মধ্যে রয়েছে, যারা দিন আনে দিন খায় তারা অনেক কষ্টের মধ্যে আছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল অসহায় গরীব মানুষেদের সহায়তা করতেছেন, ওনার পক্ষে একা সব সম্ভব না।
আমাদের ও এগিয়ে আসতে হবে সকলের আমাদের মতো মানুষের দিকে তো অসহায় গরীব মানুষরা তাকিয়ে থাকে আমরা যদি পাশে না দাড়াই তাহলে তারা কোথায় যাবে?
তাই আমার নিজ উদ্যোগে ইফতার ও সেহরির দায়িত্ব নিলাম আমি নিজে, বাংলাদেশে এমন লোক আছে তারা কারও কাছে কিছু চাইতে পারে না তাদের সকলের বাসায় সেহরির সময় আমার একটি স্বেচ্ছাসেবী সংগঠন আছে যার, নাম নিজস্ব সাভার ভলেন্টিয়ার ফাউন্ডেশন, এটার সদস্যরা সকলে মিলে সেহরির খাবার পৌঁছে দিবে সেহরির সময়।
সকলের বাসায়। আসুন আমরা সকলে মিলে দেশের এই সময় অসহায় মানুষের পাশে দাড়াই।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment