এম এ হাসান, কুমিল্লা:
কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়ন শতভাগ নিশ্চিত সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রেখে অসহায় দুঃস্থ খেটে-খাওয়া পরিবারের মধ্যে সরকারের খাদ্য বান্ধব কর্মসুচীর আওতায় ১০ টাকা মূল্যের চাল বিতরণ করলেন কাশিনগর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন।
উপজেলার কাশিনগর ইউনিয়ন পরিষদ ভবন কমপ্লেক্স মিলনায়তনে ৩০ এপ্রিল বৃহস্পতিবার চলমান ভয়াবহ করোনা মহামারী প্রতিরোধ কল্পে মানবিক সহায়তা হিসেবে কর্মহীন ও অসহায় ১৭৫ জন মানুষের মাঝে সরকারি বরাদ্দকৃত ১০ কেজি করে চাল ট্যাগ অফিসারের উপস্হিতিতে শতভাগ নিশ্চিত সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রেখে বিতরন করা হয়।
কাশিনগর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন এর সার্বক্ষণিক নজরদারির মাধ্যমে কোন প্রকার অনিয়ম ছাড়াই উক্ত চাল পেয়ে এসময় সকলে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
এসময় উপস্থিত ছিলেন কাশিনগর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সচিব সহ সংশ্লিষ্ট ইউনিয়নে দায়িত্বে থাকা নেতৃবৃন্দ।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment