এমপি ড.নদভীর প্রচেষ্টায় গাড়ি পেল লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 20 April 2020

এমপি ড.নদভীর প্রচেষ্টায় গাড়ি পেল লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে


মোহাম্মদ ইলিয়াছ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরুপ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পেল মিতসুবিশি মডেলের একটি গাড়ি। স্বাস্থ্য মন্ত্রণালয় খেকে শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  গাড়িটি প্রদান করা হয়।
গাড়িটি গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ।
চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য সাতকানিয়া-লোহাগাড়ার উন্নয়নের সফল কান্ডারী , বিশ্ববরেণ্য আলেমেদ্বীন ও গবেষক প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর প্রচেষ্টায় উক্ত মডেলের গাড়িটি পাওয়া যায়। 
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ গণমাধ্যমকে জানান, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মাননীয় এমপি প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী মহোদযের প্রচেষ্টায় গাড়িটি পাওয়া গেছে।
এ জন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রণালয় ও এমপি মহোদয়েকে ধন্যবাদ ও  কৃতজ্ঞতা প্রকাশ করেন।  করোনার এই পরিস্থিতিতে গাড়িটি উপজেলার স্বাস্থ্যসেবা আরো বেগবান হবে বলে তিনি জানান।



একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages