রেখা মনি, রংপুর:
১৩/০৪/২০২০খ্রিঃ দুপুর ১৩.৫০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম মহোদয়ের নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি), উত্তম প্রসাদ পাঠক এর নেতৃত্বে এসি (ডিবি) জনাব মোঃ আলতাফ হোসেন, অফিসার ইনচার্জ (ডিবি) জনাব এবিএম ফিরোজ ওয়াহীদ, পুলিশ পরিদর্শক (ডিবি) জনাব রাজেশ কুমার চক্রবর্তী, এসআই (নিঃ) মোঃ নাহিদ হাসান, এসআই (নিঃ) মোঃ নাজমুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ আরপিএমপি, কোতয়ালী থানাধীন আলমনগর রবার্টসনগঞ্জ, রোড নং-০২, বাসা নং- ১৮৮, ওয়ার্ড নং-২৬
জনৈক হাজী নূর আলম এর মালিকানধীন বিল্ডিং এর দক্ষিণ পাশের্^র কক্ষ (গোডাউন) হইতে ভাড়াটিয়া মোঃ ইরফান হাসান সুমন (৩৪), পিতা-মৃত হাসান ঈমাম, সাং-মাছুয়াপট্টি, আলমনগর, কোতয়ালী, আরপিএমপি, রংপুর এর ভাড়াকৃত গোডাউন তল্লাশী করে টিসিবি এর পণ্য ৩২৪ (তিনশত চব্বিশ) কার্টুন (৪ পিচ x ০৫ লিটার বোতল) যার প্রতিটি কার্টুন ২০ লিটার সোয়াবিন তেল মোট= ৩২ x ৪২০ =৬৪৮০ (ছয় হাজার চারশত আশি) লিটার সোয়াবিন তেল অবৈধ লাভের জন্য কালোবাজারি করে বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করা অবস্থায় জব্দ করেন। যার অনুমান মূল্য= ৬,৪৮,০০০ (ছয় লক্ষ আটচল্লিশ হাজার) টাকা ।
ঘটনার সাথে জড়িত অসামী মোঃ ইরফান হাসান সুমন (৩৪), পিতা- মৃত হাসান ঈমাম, সাং-মাছুয়াপট্টি, আলমনগর এবং মোঃ হারুন-উর-রশিদ (৫৫), পিতা-মৃত সুলায়মান আলী, সাং-আলমনগর কলোনী, ২৭ নং ওয়ার্ড, কোতয়ালী, আরপিএমপি, রংপুরদ্বয়কে গ্রেফতার করা হয়।
এ ঘটনার সাথে জড়িত পলাতক আসামী মোঃ রাজিব হাসান (২৮), পিতা-হারুন-উর-রশিদ এবং মোঃ নয়ন পারভেজ (৩৪), পিতা-মোঃ হারুন-উর-রশিদ, সাং-আলমনগর কলোনী, ২৭ নং ওয়ার্ড, কোতয়ালী, আরপিএমপি, রংপুরদ্বয়কে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
উল্লেখ্য সম্প্রতি সারা বিশ্বে ছড়ানো মরণব্যাধি করোনা ভাইরাসে বিপর্যস্ত গরিব-দুঃখী মানুষের জন্য সরকার প্রদত্ত টিসিবি পণ্য ন্যায্য মূল্যে বিক্রয়ের জন্য বলা হলেও কতিপয় অসাধু ব্যবসায়ী অবৈধ লাভের উদ্দেশ্যে মজুদ করে তাদের বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন পুলিশ এর গোয়েন্দা শাখা (ডিবি) টিম এর অভিযান চলমান।
ধৃত আসামীর বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment