এম এ হাসান, কুমিল্লা:
"নিন্মবিত্তরা এই মূহুর্তে পরিস্থিতির স্বীকার" "ফটোসেশান করে ছোট করার নেই আমাদের কোন অধিকার" এমন স্লোগান কে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের জুগিরকান্দি গ্রামে চলমান ভয়াবহ করোনা মহামারী তে লকডাউনে থাকা অসহায় দুঃস্থ খেটে-খাওয়া ২৫০ পরিবারের মধ্যে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করলেন জুগিরকান্দি গ্রামের বৃত্তবান সমাজ প্রতিনিধি ও প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা।জানা যায় খাদ্য সামগ্রী বিতরণ এর মূহুর্তে ফটোসেশান, ও খাদ্য সামগ্রী বিতরণ করা ব্যক্তিদের নামের হাইলাইটস বিহীন ২২ এপ্রিল বুধবার সকালে জুগিরকান্দি গ্রামে এই
ব্যতিক্রম খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।চলমান ভয়াবহ লকডাউনে থাকা নিজের গ্রামের অসহায় দুঃস্থ খেটে-খাওয়া পরিবারের মধ্যে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণে প্রতিটি গ্রামের বৃত্তবান সমাজ সেবক ও প্রবাসীদের মধ্যে যারা এখনো চুপচাপ রয়েছেন তাদের জন্য হতে পারে জুগিরকান্দি গ্রামের বৃত্তবান দের এই আন্তরিক মানবিক সহযোগিতা।আসুন আমরা সকলে নিজেদের জায়গা থেকে নিজের গ্রামের অসহায় দুঃস্থ খেটে-খাওয়া পরিবারের পাশে এসে দাড়াই।
বিঃদ্রঃ অন্যানো সমাজের বৃত্তবান দের সুদৃষ্টি কামনায় খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ এবং সহযোগিতা প্রদান করা মূহুর্তের ফটো প্রদান করা হলো)।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment