আল আমিন মুন্সী:
করোনা,পরিস্থিতির,মধ্যে সিরাজগঞ্জের শাহজাদপুরে সাড়ে ৮ মাস বয়সী এক শিশুকে গলা কেটে হত্যার করেছে শিশুটির মা।মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে ধান কাটার কাজে মামুন রায়গঞ্জ গেলে মুক্তা তার সাড়ে ৮ মাস বয়সী শিশু সন্তানের মুখে টেপ লাগিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।
পরে বাড়ির অন্য সদস্যরা এসে লাশ দেখে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান একুশে মিডিয়াকে বলেন, আড়াই বছর আগে জোতপাড়া গ্রামের মকদম ব্যাপারীর ছেলে আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে পার্শ্ববর্তী ছোট মহারাজপুর গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে মুক্তা খাতুনের বিয়ে হয়।
সম্প্রতি নানা বিষয় নিয়ে মামুন ও মুক্তার মধ্যে দাম্পত্য কলহ চলছিল।ঘটনার পরে মুক্তা খাতুন পালিয়ে গেলে বুধবার (২৯ এপ্রিল) সকালে শাহজাদপুর পৌর এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment