রংপুর নগরীর আলহাজ্ব নগর নিলাঙ্গন ছাত্রাবাসে রমেক এর ১জন চিকিৎসক করোনায় আক্রান্ত - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 29 April 2020

রংপুর নগরীর আলহাজ্ব নগর নিলাঙ্গন ছাত্রাবাসে রমেক এর ১জন চিকিৎসক করোনায় আক্রান্ত


রেখা মনি, রংপুর বিভাগ:
২৯ এপ্রিল বুধবার ২০২০ রংপুরে কভিড (১৯) এ আক্রান্তে নতুন করে সংযুক্ত হলো আরো একটি এলাকা, রংপুর সিটি কর্পোরেশনের ২৮ নং ওয়ার্ড আলহাজ্ব নগরে অবস্থিত নিলাঙ্গন ছাত্রাবাসে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডাঃ রোকন উদ্দিন (২৬) পিতাঃ নুরুল আফছার সাংঃ ফতেহাবাদ থানাঃ হাটাজারী, চট্টগ্রাম তিনি বর্তমানে মেডিসিন বিভাগ -৪ এমডি কোর্স,রংপুর মেডিকেল এ কর্মরত।
তিনি মোঃকামরুজ্জামান সামীম পিতাঃসামসুল হুদা সাংঃদর্শনা মোড় এর নীলাঙ্গন ছাত্রাবাসে ২য় তলায় বসবাস করেন।তার শরীরে বর্তমান জ্বর আছে। তাকে আজ রাত সাড়ে ৯ টায় আইসোলুশনে নেয়া হয়েছে, আজ বুধবার ২৯ এপ্রিল রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করে রংপুর মেডিকেলের ২জন ডাক্তার ও ১ জন নার্স সহ  রংপুরে মোট ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
রংপুর মেডিকেল কলেজের ডাক্তারদের মধ্যে ১জন নগরীর কেরানীপাড়াতে এবং ১জন দর্শনা মোড় ২৮ নং ওয়ার্ডের আলহাজ্ব নগরে থাকেন।এবং আক্রান্ত নার্স রংপুর মেডিকেল কলেজ ক্যাম্পাসে পূর্বগেটে থাকেন বলে রমেক অধ্যক্ষ নুরন্নবী লাইজু, এবং দিনাজপুর জেলাতে ঘোড়াঘাটে ১জন, নবাবগঞ্জে একজন করোনাতে আক্রান্ত।



একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages