করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে চলাফেরায় সতর্কতা অবলম্বনের পাশাপাশি পরিস্থিতি মোকাবিলায় সকলকে সহয়োগিতা এবং সচেতনতার আহ্বান: বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তার ও থানা অফিসার ইনর্চাজ (ওসি) রেজাউল কমির মজুমদার।
করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে একজন সুনাগরিক হিসেবে সরকারি নির্দেশনা অনুযায়ী বাঁশখালী উপজেলা প্রশাসনের হটলাইন চালু করেন।
করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে একজন সুনাগরিক হিসেবে সরকারি নির্দেশনা অনুযায়ী বাঁশখালী উপজেলা প্রশাসনের হটলাইন চালু করেন।
এ ব্যাপারে বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার জনগণের উদ্দেশ্য করেন বলেন, আপনি আপনার দায়িত্বটুকু সঠিকভাবে পালন করবেন এতটুকু আশা করছি।
নীচে উল্লিখিত প্রয়োজনে দ্রুত যোগাযোগ করে তথ্য প্রদান এবং সেবা গ্রহন করুন।
১) আপনি/ আপনার কোন প্রতিবেশীর বর্তমান পরিস্থিতিতে খাদ্য সহায়তার প্রয়োজন হলে।
২) আপনি জানেন/চিনেন এমন কেউ ঢাকা, নারায়নগঞ্জ বা অন্য যেকোনো জেলা থেকে বাঁশখালী এসে থাকলে।
৩) যেকোন স্থানে গন-জমায়েত, অনুষ্ঠান, দোকানপাট খোলা রাখা অথবা বর্তমান পরিস্থিতিতে সরকারি বিধিনিষেধ অমান্য করলে।
৪) করোনা ভাইরাসের লক্ষণ প্রকাশ পেলে/ আক্রান্ত কোন ব্যক্তির সংস্পর্শে এসেছে এমন কারো তথ্য প্রদানে।
৫) করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে অন্য যে কোন জরুরী তথ্য যা আমাদের নজরে আনা প্রয়োজন।
উপজেলা প্রশাসনের জরুরী হট-লাইনঃ
মোবাইল নম্বর: ০১৭০৯০৪২৩৬৫
টেলিফোন নম্বর: ০৩০৩৭৫৬০০১
এই নম্বরে ফোন করার পাশাপাশি স্থানীয় মেয়র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগনকেও তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ জানিয়েছেন, বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তার।
অন্যদিকে বাঁশখালী থানা পুলিশ কর্তৃক সকলের প্রতি দৃস্টি আকর্ষণ করে বাঁশখালী থানা এলাকায় অন্য জেলা হতে আগত নতুন করে যে সকল ব্যক্তি গোপনে বিভিন্ন জায়গায় অবস্থান করিতেছে। তাহাদের অবস্থান সম্পর্কে কেউ তথ্য জানতে পারিলে নিম্ন নাম্বারে অবহিত করার জন্য অনুরোধ করা হইল।
ডিউটি অফিসার নাম্বার- ০১৭৬৯-৬৯৪৫২৫
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment