মোঃ মনিরুল ইসলাম, কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের কুতুবদিয়ায় রাতে ফোন পেয়ে অসহায় চা দোকানদারের বাড়িতে খাবার পাঠিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল হক মীর।
ইউএনও বলেন- ৪ এপ্রিল রাত ৮ টার দিকে আমার ফোনে একটি কল আসে। অপর প্রান্ত থেকে জানায়: স্যার, আমি এক চায়ের দোকানদার। করোনা ভাইরাসের কারণে এখন কর্মহীন, সংসার চালাতে পারছি না। কিন্তু চক্ষু লজ্জায় কারো কাছে সাহায্য ও চাইতে পারছি না। স্যার, শুনেছি আপনি অনেক মানুষকে সহায়তা করছেন। আমাকে কিছু সহায়তা করলে খুবই উপকার হবে। কথোপকথনে লোকটির নাম, ঠিকানা জেনে নিয়ে ১৫ মিনিটের মধ্যে আমার অফিসের স্টাফ দিয়ে লোকটির বাড়িতে খাবার পাঠালাম।
খাবারের প্যাকেটে যা ছিল- ১) চাল-১০ কেজি ২) মসুরের ডাল- ১ কেজি, ৩) সয়াবিন তেল-১ লিটার, ৪) লবণ- ১ কেজি ৫) পেঁয়াজ- ১ কেজি, ৬) আলু-২ কেজি, ৭) লাইফবয় সাবান- ১ টি।
তার এমন অসহায় সময়ে সামান্য সহায়তা করার চেষ্টা। তিনি আরো বলেন- আপনারা বাড়িতে থাকুন, আপনাদের পাশে আছি উপজেলা প্রশাসন।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment