কুড়িগ্রামে খাদ্যের দাবিতে সড়ক অবরোধ ও ইউএনওর গাড়ি ভাঙচুর! - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 9 May 2020

কুড়িগ্রামে খাদ্যের দাবিতে সড়ক অবরোধ ও ইউএনওর গাড়ি ভাঙচুর!

রেখা মনি, রংপুর বিভাগ:

কুড়িগ্রাম সদরের কাঁঠালবাড়ি ইউনিয়নের চৌরাস্তায় খাদ্যের দাবিতে গাছেরগুড়ি ফেলে কুড়িগ্রাম-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা।
এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঐ ইউনিয়নের চেয়ারম্যানকে নিয়ে বিক্ষোভকারীদের খাদ্য সহায়তার বিষয়ে আশ্বস্থ করতে গেলে তারা তাদের উপর চড়াও হয়ে উপজেলা নির্বাহীর গাড়ী ভাংচুর করে।
শনিবার সকাল থেকে প্রায় ৩ থেকে ৪শতাধিক নারী-পুরুষ বিক্ষোভে অংশগ্রহন করে।
এসময় ঐ সড়কে সকল ধরণের যানচলাচল বন্ধ হয়ে যায়। স্থানীয়দের অভিযোগ সদরের কাঠালবাড়ী ইউনিয়ন পরিষদ থেকে বারবার তাদের আইডি কার্ডের ফটোকপি নেয়া হলেও এখন পর্যন্ত তারা কোন ত্রাণ সহায়তা পাননি। ফলে পরিবার পরিজন নিয়ে না খেতে পেরে তারা রাস্তায় নেমেছেন। 
এ বিষয়ে কাঠালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেদওয়ানুল হক দুলাল জানান, সরকারী বরাদ্দকৃত খাদ্য সহায়তা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে বিতরণ করার পরেও মহিলা সদস্য মর্জিনা বেগম তার এলাকার লোকজন দিয়ে এ অবরোধ করেছে।
সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ময়নুল ইসলাম জানান, অবরোধের বিষয়টি জানার পর জনগণের সাথে কথা বলতে গেলে আমার উপর চড়াও হয়ে গাড়িতে হামলা করে। এতে গাড়ীর গ্লাস ভেঙ্গে যায়।





একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages