আল আমিন মুন্সী:
নরসিংদীর মাধবদীতে ১৫০ পিস ইয়াবাসহ মাছুম প্রধান (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (১৫ মে) সন্ধ্যা রাতে জেলা গোয়েন্দা শাখার এসআই তাপস কান্তি রায় সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাধবদী থানাধীন টাটাপাড়া এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১৫০ পিস ইয়াবা সহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাছুম প্রধান টাটাপাড়া মহল্লার মাতবর আলীর ছেলে। গ্রেফতারকৃত মাছুম প্রধান একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দেশের এই করোনা পরিস্থিতিতেও মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিল। তার বিরুদ্ধে মাধবদী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে ।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment