মোঃ ইব্রাহীম সোহেল, ভোলা:
ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের ইউপি সদস্যসহ ৫জনকে ওয়েস্টার্ন পাড়া থেকে ডিবি পুলিশ ১৫ পিচ ইয়াবাসহ আটক করেন।
মঈলবার ০৫ মে রাত্র সাড়ে ৯টার দিকে এস আই মো: মাজাহারুল ইসলাম ও তার সংগীয় ফোর্স দের নিয়ে পৌর ০৬ নং ওয়ার্ডে অভিযান করিয়া মাদক ব্যবসায়ী ১: মো: মাহাবুব (৩২),পিতা মৃত নুরুল ইসলাম সিকদার ২/ মো: সৌরভ সাহা দূর্লভ (৩০) পিতা- কার্তিক সাহা ৩/ মো: ইয়ামিন (৩২) পিতা- মৃত আতাহার সেখ ৪/ মো: গিয়াস উদ্দিন (৫০) পিতা- মৃত ডা: আবুয়াল সর্ব সাং পৌর ০৬ নং ওয়ার্ড ওয়েষ্টানপার্ড়া ৫/ চরসামাইয়ার ইউপি সদস্য মো: বজলুর রহমান (৫০) পিতা- মোতাহার হোসেন সাং সকমা ০৭ নং ওয়ার্ড চরসামাইয়া সর্ব থানা ও জেলা ভোলাদেরকে ১৫( পনের) পিচ ইয়াবা সহ গ্রুেপ্তার করে ভোলা জেলা ডিবি পুলিশ। মাদকদ্রব্য আইনে ভোলা থানায় একটি মাদক মামলা হয়েছে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment